Budget expectation from Startup

বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার নজর থাকে সেই দিকে। পণ্য ও পরিষেবা কর শুরু হওয়ার পর থেকে দাম বৃদ্ধি ও হ্রাসের তালিকা অনেকটাই কমেছে। তবু কর কাঠামোয় কিছু পরিবর্তন, নতুন সেস, আমদানি শুল্কের পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছুরই দাম পরিবর্তিত হতে চলেছে। এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

যে জিনিসগুলি ব্যয়বহুল হতে চলেছেঃ-

ধূমপায়ীদের জন্য ২০২৩ এর বাজেটে খারাপ খবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ আরও বাড়ছে সিগারেট খাওয়ার খরচ৷ বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমণ জানালেন, প্রাকৃতিক বিপর্যয় সেসের নামে সিগারেটের উপরে আরও ১৬ শতাংশ সেস চাপানো হচ্ছে৷ ফলে একধাক্কায় বেশ কিছুটা বাড়বে সিগারেটের দাম৷তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানোই সরকারের লক্ষ্য৷ সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে৷ আবার উল্টো দিকে সরকারের আয়ের পথও বাড়ল৷ সিগারেটের পাশাপাশি জামাকাপড়,  আমদানি করা রাবার সেট আরও ব্যয়বহুল হয়ে উঠল নতুন বাজেটে। এছাড়া জানা গেছে বাড়বে সোনা, রুপো এবং হিরের দামও ।

 

যে জিনিসগুলি সস্তা হতে চলেছেঃ-

বস্ত্র ও কৃষি ব্যতীত অন্যান্য পণ্যের উপর মৌলিক শুল্কের হার ২১% থেকে কমিয়ে ১৩% করার প্রস্তাব করা হয়েছে যার ফলস্বরূপ, খেলনা, সাইকেল, অটোমোবাইল সহ কিছু আইটেমের উপর মৌলিক কাস্টম ডিউটি, সেস এবং সারচার্জে সামান্য পরিবর্তন হবে। যাতে এইসব জিনিষের দাম কমবে।এছাড়া যেসব বিষয়ে শুল্ক ছাড় দেওয়া হল সেগুলো হল- টিভির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়, মোবাইলের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় , ইলেকট্রনিক গাড়ির ব্য্যাটারির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়।

সেক্ষত্রে বলা যায় দাম কমছে এই জিনিষগুলির- 

ফোন, ল্যাপটপ এবং DSLR-এর জন্য ক্যামেরা লেন্স

টিভি প্যানেলের অংশ

লিথিয়াম আয়ন ব্যাটারি

বিকৃত ইথাইল অ্যালকোহল

অ্যাসিড-গ্রেড ফ্লুরস্পার

চিংড়ির দেশীয় উত্পাদন

হীরা তৈরিতে ব্যবহৃত বীজ