এবার একটি ভয়াবহ ভিডিয়ো (Video) সামনে এল হরিদ্বার (Haridwar) থেকে। যেখানে এক মহিলাকে কার্যত ছিঁড়ে খাওয়ার মত অবস্থায় নিয়ে গেল রাস্তার কুকুরের (Dog) একটি দল। হরিদ্বারের শেখ ওয়ালি গলিতে এক মহিলা যখন হেঁচটে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে তাঁর উপর হামলা চালায় এক ঝাঁক কুকুর। ওই মহিলাকে কোনওরকম পালানোর রাস্তা না দিয়ে তাঁর উপর একের পর এক কুকুর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। সংশ্লিষ্ট মহিলা হাত দিয়ে কুকুরের দলটিকে সরানোর চেষ্টা করেন কিন্তু তিনি পারেননি। উলটে একের পর এক কুকুরের আক্রমণে অসহায় হয়ে পড়েন ওই মহিলা। কোনওক্রমে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলেও সমর্থ হননি। ভয়ের চোটে ওই মহিলা রাস্তার উপর পড়ে যান। সেই সঙ্গে চিৎকার শুরু করেন। মহিলার চিৎকার শুনে একটি ঘর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন এবং তাঁর জীবন বাঁচান। এরপর আশপাশের লোকজন ছুটে যান এবং ওই মহিলাকে রক্ষা করেন।
মহিলার উপর কুকুরের দলের হামলা...
Pack of dogs attack a woman in Kasaban locality in Jwalapur area of #Haridwar. Locals came to rescue and saved her from the stray dogs. #Uttarakhand pic.twitter.com/Ts38GhIloM
— kautilyasTOI (@kautilyasTOI) March 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)