
মুম্বই, ২৪ মার্চ: মুম্বইয়ের (Mumbai) ২টি অ্যাপার্টেমন্ট বিক্রি করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। মুম্বইতে অক্ষয়ের যেকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং বাড়ি রয়েছে, তার মধ্যে থেকে ২টি বিক্রি করে দিচ্ছেন অভিনেতা। মুম্বইয়ের বোরিভালিতেই রয়েছে আক্কির এই ২টি অ্য়াপার্টমেন্ট। যা ৬.৬০ কোটিতে বিক্রি করছেন অভিনেতা।
রিপোর্টে প্রকাশ, বোরিভালি পূর্বের দ্য ওবেরয় স্কাই সিটিতে রয়েছে অক্ষয় কুমারের এই দুটি অ্যাপার্টমেন্ট। যা তিনি এবার বিক্রি করছেন। ২০১৭ সালের ২০ মার্চ এই দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। একটি বিক্রি করছেন ৫.৩৫ কোটিতে। অন্যটি বিক্রি করছেন ১.২৫ কোটিতে। অক্ষয়ের এই দুটি অ্যাপার্টেমেন্টেই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।
পীয়ূষ শাহ এবং পূরবী শাহ, এই দুজনের কাছে পরপর ২টি অ্যাপার্টমেন্ট বিক্রি করছেন অক্ষয় কুমার। তবে বলিউডের প্রথম সারির অভিনেতার কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনলেও, এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন পীয়ূষ এবং পূরবী।
অক্ষয় কুমারের তরফেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।