Photo Credits: PTI

বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্টে দেশের মোট ১৬ জন মহিলা ক্রিকেটার ঠাঁই পাচ্ছেন। জাতীয় দলে খেলা ভারতের ১৬ জন মহিলা ক্রিকেটারদের তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে। সবার আগে ৫০ লক্ষ টাকার বার্ষিক চুক্তির এ গ্রেডে আছেন তিনজন- ১) অধিনায়িকা হরমনপ্রীত কৌর, ২) টিম ইন্ডিয়ার এক নম্বর ব্যাটার স্মৃতি মন্ধনা ও ৩) ধারাবাহিকভাবে ভাল খেলা দীপ্তি শর্মা।

গ্রেড বি-তে কারা

বার্ষিক ৩০ লক্ষ টাকার বি গ্রেডে আছেন চার ক্রিকেটার। বাংলার রিচা ঘোষ বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টের বি গ্রেডে আছেন। রিচা ছাড়াও গ্রেড বি-তে আছেন তারকা পেসার রেণুকা ঠাকুর, মিডল অর্ডার ব্যাটার জেমাইমা রডরিগজ, ও শেফালি ভর্মা। বছরে ১০ লক্ষ টাকার সি গ্রেডে আছেন মোট ৯ জন। বাংলার তারকা পেসার তিতাস সাধু আছে সি গ্রেডে।

এক নজরে মহিলাদের ক্রিকেটে BCCI-র সেন্ট্রাল কন্ট্রাক্ট

 

গ্রেড সি-তে কারা

এছাড়াও এই গ্রেড সি-তে আছেন রাধা যাদব, স্নেহ রানা, উমা ছেত্রী, যস্তিকা ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি,শ্রেয়াঙ্কা পাটিল, পূজা ভাসত্রাকার ও আমানজ্যোত কৌর।   এ বছর নতুন মোট পাঁচজন মহিলা ক্রিকেটার গ্রেড সি-তে জায়গা পেলেন।