Kunal Kamra (Photo Credits: X)

মুম্বই, ২৪ মার্চঃ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) নিয়ে কৌতুকশিল্পী কুণাল কামরার করা 'গদ্দার' (Gaddar) মন্তব্য ঘিরে ক্রমশ জল ঘোলা হচ্ছে। কুণালের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। মুম্বইয়ের যে হোটেলে স্ট্যান্ড-আপ করেন কুণাল রবিবার রাতে সেখানে শিবসেনার উত্তেজিত কর্মী-সমর্থকেরা উপস্থিত হয়ে ভাঙচুর চালিয়েছে। রাতভর তুমুল তাণ্ডবের পর বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাবিট্যাট স্টুডিয়োটি। শুধু তাই নয়, মুম্বই পুরসভার (BMC) তরফে লোকজন গিয়ে ওই স্টুডিয়োর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। হোটেলের কিছুটা অংশ অবৈধভাবে নির্মিত বলে অভিযোগ তুলে পুরসভার কর্মীরা তা ভাঙতে শুরু করে।

আরও পড়ুনঃ 'গদ্দারকে গদ্দার বলা অপরাধ নয়', কুণাল কামরার বিতর্কিত মন্তব্যে সমর্থন জানালেন উদ্ধব ঠাকরে

কৌতুক অনুষ্ঠানে একনাথ শিন্ডেকে নিয়ে করা 'মজা' কুণালের কাছে ক্রমশ 'সাজা' হয়ে উঠছে। মহারাষ্ট্রের মন্ত্রী যোগেশ কদম (Yogesh Kadam) সোমবার বলেন, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যকারী স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার অবস্থান ট্রেস (Location Trace) করা হচ্ছে। আইন অনুসারে এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙা হল হ্যাবিট্যাট স্টুডিয়োর অবৈধ নির্মাণঃ

একনাথ শিন্ডেকে নিয়ে অপত্তিকর মন্তব্য করায় কুণাল কামরার নিন্দা এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি যেমন দিয়েছেন মন্ত্রী ঠিক তেমনই এই ঘটনার জেরে শিবসেনা কর্মীদের হোটেল ভাঙচুরের বিষয়টিও ভালো চোখে দেখলেন না তিনি। সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ বললেন, আইন সবার জন্য সমান এবং কামরার মন্তব্যের জের ধরে মুম্বইয়ের ওই স্টুডিয়ো ভাঙচুরের ঘটনাকে মোটেও সমর্থন করা যায় না।