Yuvraj Singh, Tamim Iqbal. (Photo Credits: X)

ঢাকা প্রিমিয়র লিগে খেলা চলাকালীন বুকে অসম্ভব যন্ত্রণার পর হাসপাতালে ভর্তি করতে হয় বাংলাদেশের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল-কে। পরে জানা যায় মাঠেই ভয়ঙ্কর হার্ট অ্যাটাক হয়েছিল ৩৬ বছরের তামিমের। ডাক্তাররা জানান, তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। জ্ঞান ফিরতেও সময় লাগে। তামিমের শারীরিক অবস্থা নিয়ে বাইশ গজের দুনিয়ায় তোলপাড় পড়ে যায়।

তামিমকে বার্তা যুবরাজের

বাংলাদেশের তারকা ক্রিকেটের তামিমের দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন। ক্যান্সারকে হারিয়ে মৃত্যুঞ্জয়ীর তকমা পাওয়া যুবরাজ এই বিষয়ে এক্স পোস্টের শুরুতে লেখেন, তামিম ইকবাল ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার প্রার্থনা ও শুভকামনা রইল।" এরপর তামিমকে উদ্দেশ্য করে যুবরাজ লেখেন, তুমি এর আগেও অনেক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলে, সেবারও অনেকটা শক্তিশালী হয়ে ফিরেছিলে। এবারও তার ব্যতিক্রম হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। শক্তিশালী থাকো চ্যাম্পিয়ন।"

তামিমকে যুবির এক্স বার্তা

 

তামিমের ক্রিকেট কেরিয়ার

প্রসঙ্গত, তামিমের বিরুদ্ধে তার ক্রিকেট জীবনে বেশ কয়েকটি ম্যাচ খেলেন যুবি। ২০০৭ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারে ওয়ানডে-র মাধ্যমে ১৮ বছর বয়সী তামিমের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল। পরের বছর নিউ জিল্যান্ডে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। বাংলাদেশের জার্সিতে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তামিম। গত বছর সেপ্টেম্বরে মীরপুরে নিউ জিল্যান্ডের ওয়ানডে-টাই ছিল তামিমের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম অবসর ঘোষণা করেছেন।