
নয়াদিল্লিঃ কাজের সূত্রে হায়দরাবাদে(Hyderabad) গিয়ে বড়সড় হামলার মুখে বলিউড(Bollywood) অভিনেত্রী(Actress)। হোটেলে(Hotel) ডাকাতদের খপ্পরে পড়ে ৫০ হাজার টাকাসহ সোনার গয়না খোয়ালেন তিনি। জানা গিয়েছে, একটি র এক বিপণির উদ্বোধন করতে হায়দরাবাদে যান ওই অভিনেত্রী। হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় মাসাব ট্যাঙ্কের কাছে একটি হোটেলে উঠেছিলেন তিনি। সেখানেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা।
হায়দরাবাদের হোটেলে হামলার শিকার বলি অভিনেত্রী
অভিযোগ, এদিন আচমকাই তাঁর উপর চড়াও হয় অজ্ঞাত পরিচয় কয়েকজন। তাঁদের মধ্যে দু'জন মহিলা ছিলেন বলেও জানা গিয়েছে। এরপর কিছু অনৈতিক কাজকর্মের জন্য অভিনেত্রীকে জোর করা হয়। তাতে রাজি না হলে হাত-পা বেঁধে সমস্ত টাকা পয়সা, সোনার গহনা হাতিয়ে নিয়ে পালায় তাঁরা। অভিনেত্রীর দাবি, তাঁর ব্যাগে ৫০ হাজার টাকা ছিল, গোটা টাকাই নিয়ে পালায় দুষ্কৃতীরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটেল ও তার আশেপাশের সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ।
হোটেলে হামলার শিকার বলিউড অভিনেত্রী
Shocking! Bollywood Actress Assaulted in Hyderabad After Being Invited for Shop Opening, Robbed of INR 50,000 Cash and Gold; Investigation Underwayhttps://t.co/HkkEgPWYjV#Bollywood #Actress #Attack #Robbery #Hyderabad
— LatestLY (@latestly) March 24, 2025