![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/07/11-380x214.jpg)
আগরতলা, ২৮ জুলাই: বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ সমীক্ষা (COVID-19 Survey) শুরু হয়েছে ত্রিপুরাতে (Tripura)। একইসঙ্গে রাজ্যে তিন দিনের লকডাউন (Lockdown) রয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই কাজটি পরিচালনা করছেন। প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কোভিড-র লক্ষণ রয়েছে কিনা। যে বাড়িতে সমীক্ষা করা হয়ে যাচ্ছে সেখানে লাগানো হচ্ছে সমীক্ষা সম্পূর্ণ হওয়ার স্টিকার।
ত্রিপুরায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রাজ্য সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ত্রিপুরা বিপর্যয় মোকাবিলা দফতরের রাজ্য একজিকিউটিভ কমিটির চেয়ারম্যান বিপর্যয় মোকাবিলা আইনের ২২(২) ধারায় প্রাপ্ত ক্ষমতা অনুসারে সমগ্র ত্রিপুরা রাজ্যে ২৭ জুলাই ২০২০ (সোমবার) সকাল ৫টা থেকে ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত টোটাল লকডাউন আরোপ করেছেন। এর জেরে ২৬ জুলাই রাত ৯টায় রাত্রিকালীন কারফিউ যথারীতি পালন করা হবে।’ আরও পড়ুন, ৬ বিধায়ককে কেড়ে নেওয়ায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে উচিত শিক্ষা দেব, হুঙ্কার মায়াবতীর
Agartala: Tripura government launches a door-to-door #Covid19 survey, simultaneously with imposing three days total lockdown in the state.
Health department staff along with local Panchayat members are conducting the survey. #tripuracovid19update pic.twitter.com/ZeXO5dbNcI
— ANI (@ANI) July 28, 2020
সোমবার থেকে রাজ্যজুড়ে প্রত্যেক বাড়ি ঘুরে COVID-19 রোগীর সন্ধানে সমীক্ষা শুরু করা হয়েছে। এই কাজে স্বাস্থ্য আধিকারিকরা অ্যান্টিজেন ডিটেকশন কিট ব্যবহার করছেন, বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র। একই সঙ্গে COVID-19 আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ করা হবে বলে সরকারি তরফে জানানো হয়েছে।