![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/70-205.jpg?width=380&height=214)
কটক, ৯ ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতে কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল রোহিত শর্মা (Rohit Sharma)-র দল। রবিবার কটকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরে রাজকীয় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন অধিনায়ক রোহিত শর্মা। জয়ের জন্য ৩০৪ রান তাড়া করতে নেমে ৩৩ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে তুলে নিল টিম ইন্ডিয়া। ৯০ বলে ১১৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। ওয়ানডে-তে ৩২তম সেঞ্চুরি হাঁকালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৭টা ওভার বাউন্ডারি, ১২টা বাউন্ডারি হাঁকানো রোহিতের ১১৯ রানের ইনিংসটা ছিল দেখার মত। ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটে ১৬ মাস পর এদিন সেঞ্চুরি হাঁকালেন রোহিত।
অধিনায়কে দারুণ সঙ্গ দিলেন ওপেনার হিসেবে খেলা শুবমন গিল (৫২ বলে ৬০)। দারুণ ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার (৪৪) ও অক্ষর প্যাটেল (৪১ অপরাজিত)। চোট সারিয়ে দলে ফিরে ৫ রানে রান আউট হলেন বিরাট কোহলি। বল হাতে ৩৫ রানে ৩ উইকেটের দারুণ স্পেলের পর ব্যাট হাতে শেষের দিকে গুরুত্বপূর্ণ অপরাজিত ৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করলেন রবীন্দ্র জাদেজা।
রোহিতের সেঞ্চুরিতে জিতল টিম ইন্ডিয়া
India wrap up the series 2-0 with a win over England in Cuttack 👏#INDvENG 📝: https://t.co/6P66iIrFim pic.twitter.com/gE9Rrzym2w
— ICC (@ICC) February 9, 2025
বুধবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জিতলে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে রোহিত শর্মার দল। প্রসঙ্গত, নাগপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জিতেছিল। ক দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ টি-২০ সিরিজে জিতেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলা টিম ইন্ডিয়া।