বিএসপি নেত্রী মায়াবতী (Photo Credits: IANS)

জয়পুর, ২৮ জুলাই: বহুজন সমাজ পার্টির ৬ বিধায়ককে কংগ্রেসের অন্তর্ভুক্ত করায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে একহাত নিলেন মায়াবতী (Mayawati)। সংবাদ সংস্থা এএনআই-কে এই প্রসঙ্গে বিএসপি নেত্রী বলেন, “দলীয় বিধায়কদের এভাবে জোর করে দখল করার ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসপি আগেই কোর্টে যেতে পারত। তবে কংগ্রেস ও মুখ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছি। এখন আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব। যদিও দুর্ভাগ্যবশত বিএসপি-র ক্ষতিসাধনে গেহলটের সংবিধান বিরোধী ষড়যন্ত্র মূলক অভিপ্রায় ব্যর্থ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেও একই কাজ করেছিলেন তিনি।”

উল্লেখ্য, গত বছরে কংগ্রেস রাজস্থানে বিএসপি-র সবেধন নীলমণি ৬ বিধায়ককে নিজের দলে টেনে নেয়। এই গোটা প্রক্রিয়াকে অসাংবিধানিক আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ বহুজন সমাজ পার্টি। বিএসপি-র প্রতীকে জয়ী রাজস্থানের ৬ বিধায়ককে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে যে তাঁরা কোনওভাবেই বিধানসভার অধিবেশনে কংগ্রেসের পক্ষে ভোট দেবেন না। যদি তাঁরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে কংগ্রেসকে ভোট দেন তাহলে তাঁদের প্রত্যেকেরই বিএসপি-র সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে। এদিকে ৬ দলীয় বিধায়ক আর গুঢা, লখন সিং, দীপ চাঁদ, জেএস আওয়ানা, সন্দীপ কুমার ও ওয়াজিব আলির বিরুদ্ধে হুইপ জারি করেছে বিএসপি। আরও পড়ুন-Punjab CM Amarinder Singh: লাহোরের পবিত্র গুরুদ্বারকে মসজিদে রুপান্তরের চেষ্টা, পাকিস্তানের নিন্দায় সরব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং

তবে কংগ্রেস শাসিত রাজ্ঝানের বিরুদ্ধেই নয় বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন মায়াবতী। তাঁর অভিযোগ, “যোগীর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অপরাধীরাই এখন রাজ্য চালাচ্ছে। বর্তমান পরিস্থিতির বদল আনতে চাইলে সরকারকে বিএসপি-র পথ অনুসরণ করতে হবে। কোনওরকম ইতস্তত ভাব না রেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এ বিষয়ে বিএসপি-র থেকেই শিক্ষা নেওয়া উচিত।”