নয়াদিল্লি: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ( Prime Minister Narendra Modi) মাসিক রেডিও অনুষ্ঠান (Monthly radio Programme) মন কি বাত (Mann Ki Baat)-এর ৯৮ তম পর্ব ছিল। আজ ৩২ মিনিটের এই অনুষ্ঠানের বেশ কিছু সময় সম্প্রতি পশ্চিমবঙ্গের (West Bengal) হুগলি (Hooghly) জেলার বাঁশবেড়িয়াতে (Bansberia) হয়ে যাওয়া ত্রিবেণী কুম্ভ মহাউৎসব (Tribeni Kumbho Mohotshav) নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হাজার বছরের প্রাচীন এই উৎসব ৭০০ বছর আগে বন্ধ হয়ে গেলেও ফের গত ২ বছর আগে শুরু হওয়ার কথাটি উল্লেখ করে এই মেলার আয়োজকদের প্রশংসা করেন তিনি। আমেরিকায় থাকা শ্রীমন কাঞ্চন ব্যানার্জী মোদিকে পশ্চিমবঙ্গের এই সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানান বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি।
এপ্রসঙ্গে জানান, পশ্চিমবঙ্গের ত্রিবেণী কয়েকশো বছর ধরেই পবিত্র একটি জায়গা হিসেবে সুপরিচিত। বিভিন্ন মঙ্গলকাব্য, বৈষ্ণব সাহিত্য়, শাক্ত সাহিত্য এবং বিভিন্ন বাংলা ঐতিহাসিক সাহিত্য এই স্থানের বর্ণনা পাওয়া যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "৮ লক্ষের বেশি ভক্ত এই উৎসবে অংশ নিয়েছিলেন। কিন্তু, আপনারা কী জানেন কেন এটি বিশেষ একটি ঘটনা। এটা বিশেষ এই কারণে যে ৭০০ বছর বাদে ফের শুরু করা হল। যদিও এটি হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য। দুর্ভাগ্যবশত বাংলার ত্রিবেণীতে হওয়া এই উৎসব ৭০০ বছর আগে বন্ধ হয়ে যায়। স্বাধীনতার পর এটা চালু হওয়ার কথা হলেও আদতে তা সম্ভব হয়নি। দু বছর স্থানীয়দের উদ্যোগে তৈরি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির মাধ্যমে এই উৎসব ফের শুরু হয়েছে। "