তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসাবে ব্যবহৃত হয় বিশেষ ‘শ্রীভরি লাড্ডু’। প্রতি দিন বিশ্বের নানা প্রান্তে ভক্তদের কাছে তা পাঠানোর ব্যবস্থাও করে থাকেন তিরুপতি মন্দিরের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম’ (টিটিডি) কর্তৃপক্ষের। গত জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানেও ‘বিশেষ প্রসাদ’ হিসাবে আনা হয়েছিল তিরুপতি মন্দিরের লাড্ডু। এবার তিরুপতি শহরের বেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ বিতর্কে মুখ খুললেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি বলেন- "যা পরীক্ষা করা হয়েছিল তাতে এটা পরিষ্কার যে মাছের তেল মেশানো হয়েছিল...এটা কবে থেকে হচ্ছে তা এখনও জানা যায়নি। এটা একটা ষড়যন্ত্র। এবং সনাতন ধর্মের উপর হামলা সরকারকে খুব গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং দোষীকে শাস্তি দেওয়া উচিত।
সম্প্রতি তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এনিয়ে শুধু তিনিই বিস্মিত নন, বিষয়টি নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে দেশজুড়ে। তিরুমালা মন্দির ট্রাস্টে লাড্ডু তৈরির জন্য যে গোরুর ঘি পাঠানো হয় তার নমুনার ল্যাবরেটরির বিশ্লেষণ বৃহস্পতিবার তুলে ধরে নায়ডু-নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকার। তাতে ফরেন ফ্যাটের কথা উল্লেখ করা হয়েছে। কী রয়েছে এই ফরেন ফ্যাটে ? তাতে শুয়োরের চর্বি, গরুর চর্বি ও মাছের তেল রয়েছে। নমুনায় নারকেল, তিসি, রেপসিড এবং তুলাবীজের মতো উদ্ভিজ্জ উৎস থেকে মেলা চর্বির কথাও উল্লেখ করা হয়।
#WATCH | On Tirupati Prasadam row, Chief Priest of Ram Janmabhoomi, Acharya Satyendra Das says, "It is clear from the checking that was done that fish oil was mixed...It is still not known when all this has been happening. This is a conspiracy and an attack on Sanatan Dharma. The… pic.twitter.com/9Os2TyPrEe
— ANI (@ANI) September 20, 2024