Surekha Yadav: বন্দে ভারত এক্সপ্রেস চালালেন দেশের প্রথম মহিলা ট্রেন চালক সুরেখা যাদবকে চিনুন
Surekha Yadav Becomes First Woman Loco Pilot Photo Credit; Twitter@AshwiniVaishnaw

মুম্বই, ১৪ মার্চ: বন্দে ভারত এক্সপ্রেস চালাতে দেখা গেল এশিয়ার প্রথম লোকো পাইলট (ট্রেন চালক) হিসেবে নজির গড়া সুরেখা যাদবকে। প্রথম মহিলা হিসেবে সুরেখা এবার বন্দে ভারত এক্সপ্রেস চালালেন। ৫৮ বছরের সুরেখা গতকাল, সোমবার সোলাপুর থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস পর্যন্ত চালালেন বন্দে ভারত এক্সপ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন দেশের প্রথম লেডিস স্পেশাল ট্রেনও সবার আগেই চালিয়েছিলেন সুরেখা যাদব।

প্রায় ৪৫০ কিলোমিটার সফর শেষে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই ছত্রপতি শিবাজী টার্মিনাসের ৮ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় সুরেখা দেবীর চালানো বন্দে ভারত।

দেখুন টুইট

পশ্চিম ভারতের সাতারার মেয়ে সুরেখা ১৯৮৮ সালে দেশের প্রথম মহিলা ড্রাইভার হিসেবে ট্রেন চালিয়েছিলেন। এই কৃতিত্বের ৩৫ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে নজির গড়লেন সুরেখা।