নতুন দিল্লি, ১৩ নভেম্বর: প্রায় বছর খানেক আগে কেরালার শবরিমালা মন্দিরে (Sabarimala temple) সমস্ত বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বিবেচনার আবেদনও জমা পড়ে সেই সময়। আগামী কাল বৃহস্পতিবার শবরিমালায় প্রবেশাধিকার সংক্রান্ত সেই পুনর্বিবেচনার রায় দেবে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের (Chief Justice of India Ranjan Gogoi) নেতৃত্বে বিচারপতি রোহিন্তন নরিম্যান, এএন খানউইলকর, ইন্দু মালহোত্রা, ডিওয়াই চন্দ্রদূড়ের ডিভিশন বেঞ্চ। এদিকে এই রায় প্রসঙ্গে কেরালার দেবস্বামের মন্ত্রী কাদাকামপাল্লি সুরেন্দ্রন (Kerala Devaswom Minister Kadakampally Surendran) অযোধ্যার সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন এবং শবরিমালায় সমস্ত বয়সের মহিলাদের প্রবেশের অধিকার সংক্রান্ত সুপ্রিম রায়কেও সম্মান জানিয়েছেন তিনি।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার সকাল ১০.৩০-য় এই মামলার রায় ঘোষণা করা হবে। গত বছর ২৮ সেপ্টেম্বর শবরিমালা মন্দিরে ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশাধিকার দেয় সুপ্রিম কোর্ট। চলতি বছরের প্রথম দিকে সেই মামলায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এদিকে শবরিমালায় বিভিন্ন বয়সের মিলাদের প্রবেশের অধিকার নিয়ে বিশুদ্ধবাদীরা সুপ্রিম রায়কে মেনে নেয়নি বরং বিরোধিতা করেছে। এনিয়ে গতবছর বিভিন্ন সময় কেরালা উত্তাল হয়েছিল। তারপর থেকেই শবরিমালার আশপাশে বসেছে কড়া পুলিশি নিরাপত্তা। সেই নিরাপত্তার চাদর ভেদ করে আইয়াপ্পার মন্দিরে প্রব্শের সুযোগ কারওরই প্রায় নেই বললেই চলে। আরও পড়ুন-Central Railway Earns Rs 22.87 Crore: অক্টোবরেই বিনা টিকিটের যাত্রীদের থেকে ২২.৮৭ কোটি আয় করল মধ্যরেল
Supreme Court to pronounce its judgement tomorrow on review petitions against the verdict allowing entry of women of all age groups into the #Sabarimala temple. pic.twitter.com/sjUNmm51GE
— ANI (@ANI) November 13, 2019
এদিকে শবরিমালায় উৎসব শুরু হল বলে। তাই আগামী ১৫ নভেম্বর থেকে মন্দির চত্বরের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে শুধু পুলিশ কর্তাই থাকবেন ১০ হাজার। রাত পোহালেই শবরিমালা নিয়ে চূড়ান্ত রায় শোনাবে সুপ্রিম কোর্ট। এখন দেখার পরিস্থিতির বদল কতা হয়। এদিন রাফাল সংক্রান্ত মামলারও রায় দান করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।