মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে রেকর্ড ভিসা প্রদান করল ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এখও পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ছাত্রভিসার অনুমোদন দিয়েছে মার্কিন দূতাবাস।
মঙ্গলবার ইউএস স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এমনই তথ্য। এর পাশাপাশি ব্যবসা এবং ঘোরার ক্ষেত্রে দূাবাসের পক্ষ থেকে প্রায় ৮ লক্ষের মতন ভিসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। যা ২০১৫ সাল থেকে দেওয়া ভিসার অনেক বেশি বলে জানা গেছে।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ২০১৭ সাল থেকে প্রায় ৬ লক্ষের কাছাকাছি ছাত্র ভিসা আবেদন করেছে বলে জানা গেছে।
ইউএস দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বছর ১.২ মিলিয়ন ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরতে এসেছেন। সারা বিশ্বে ভিসার আবেদনের ক্ষেত্রে ভারতীয়রা প্রায় ১০ শতাংশ।যার মধ্যে রয়েছে ২০ শতাংশ ছাত্রদের ভিসার জন্য আবেদন এবং এছাড়া রয়েছে ৬৫ শতাংশ এইচ এবং এল ভিসার আবেদন।
US Embassy in India breaks record, issues over 140,000 student visas
Read @ANI Story | https://t.co/ym3ScCY4zF#US #India #StudentVisas #IndiaUS pic.twitter.com/V3i78ik4dl
— ANI Digital (@ani_digital) November 28, 2023