লোকসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করলেও, তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ইন্ডিয়া জোট। কোনও দল যদি একটুও এদিক ওদিক করে তাহলে তৃতীয়বার সরকার গঠন স্বপ্নই থেকে যাবে মোদী-শাহদের। এই অবস্থা কিংমেকারের ভূমিকা নিতে চলেছে বিহারের নিতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু। ফলে যে কোনও সময়ে বিজেপির সঙ্গে অঘটন ঘটতে পারে। এবং ক্ষমতায় আসতে পারে ইন্ডিয়া জোট। এই অবস্থায় দুই পক্ষের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছে নিতিশ ও চন্দ্রবাবুর সঙ্গে।
যদিও একদিকে যখন এনডিএ সরকার গড়বে এই নিয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী হিসেবে চাইছে ইন্ডিয়া জোটের একটা পক্ষ। বুধবার শিবসেনা (উদ্ধব)-এর নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut) বলছেন, রাহুল গান্ধী যথেষ্ট জনপ্রিয়, প্রভাবশালী একজন নেতা। তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে আমাদের কোনও আপত্তি নেই। বরং আমরা খুশি হয়ে এই সিদ্ধান্ত স্বীকার করবো। কেন আমরা এর বিরোধীতা করবো? তবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের আগে নিজেদের হার স্বীকার করে নেওয়া উচিত।
#WATCH | Mumbai: On whether Rahul Gandhi is the PM face of the INDIA alliance, Shiv Sena leader Sanjay Raut says, "If Rahul Gandhi is ready to accept the leadership, why would we object? He is a national leader and has proved himself. He is popular... We all love him. In the… pic.twitter.com/ft1mFwuKE0
— ANI (@ANI) June 5, 2024
প্রসঙ্গত, গতকাল ভোটের ফলপ্রকাশের পর আজ দুই শিবির শরিক দলগুলি নিয়ে বৈঠকে বসতে চলেছে। আর নিতিশ এবং চন্দ্রবাবু এই দুই নেতা কোন বৈঠকে যায় এখন সেটাই দেখার। ২৪-এর নির্বাচনে এনডিএ-র ঝুলিতে ২৯৪টি আসন রয়েছে, যার মধ্যে বিজেপি ২৪০টি আসন রয়েছে। ইন্ডিয়া জোটের ২৩১টি আসনে মধ্যে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এবং অনান্যদের দখলে ১৮টি।