বেঙ্গালুরু, ২০ মে: কর্ণাটকের ২২তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেসের সিদ্দারামাইয়া (Siddaramaiah)। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিকে শিবকুমার (DK Shivkumar)। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সিদ্দারামাইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভায় ২২৪টি-র মধ্যে ১৩৬টি আসনে জেতে বিজেপিকে পরাস্ত করে কর্ণাটকে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। বড় জয়ের পর প্রশ্ন ছিল সিদ্দারামাইয়া নাকি শিবকুমার। কাকে মসনদে বসায় দল। শেষ অবধি নানা টানাপোড়েনের পর অভিজ্ঞ সিদ্দারাইমাইয়াকেই সিংহাসনে বসায় দল।

শনিবার দুপুরে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া। সিদ্দা-শিবকুমারের পাশাপাশি রাজ্যের আর আটজন মন্ত্রী শপথ নিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ দলের নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিরা। আরও পড়ুন-সিকিমে প্রাকৃতিক বিপর্যয়, চুংথাং-এ আটকে পড়া ৫০০ পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী (দেখুন ছবি)

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

— ANI (@ANI) May 20, 2023

দেখুন শিবকুমারের শপথ

কংগ্রেসের নেতাদের মন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের বিরোধী দলের শীর্ষ নেতারা। এনসিপি প্রধান শরদ পাওয়ার থেকে জম্মু-কাশ্মীরের ন্যাশানাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা থেকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব হাজির ছিলেন সিদ্দারামাইয়ার শপথে। তবে মমতা বন্দ্য়োপাধ্যায় যাননি। তিনি প্রতিনিধি হিসেবে পাঠান তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে।

দেখুন ছবিতে

এখন কোন জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস- রাজস্থান, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশের পর এবার কর্ণাটকের সিংহাসনে বসছেন কংগ্রেসের নেতা। বিহার, ঝাড়খণ্ড, তামিলানাডু়তে শাসক দলের জোট সঙ্গী কংগ্রেস। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছাড়ায় মাঝপথে মধ্যপ্রদেশে ক্ষমতা হাতছাড়া হয় হাত শিবিরের। মহারাষ্ট্রে শিবসেনার অন্তর্কলহে মহাজোটে থাকা কংগ্রেস এখন বিরোধী শিবিরে। কেরলে সুবিধাজনক অবস্থায় থেকেও বামেদের কাছে হারতে হয় কংগ্রেসকে। গোয়া, উত্তরাখণ্ডে শাসক বিরোধী হাওয়াকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল হাত শিবির। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানায় কার্যত সাইনবোর্ডে পরিণত দল। গুজরাটে, অসম সহ উত্তর পূর্ব ভারতেও ভাল জায়গায় নেই কংগ্রেস।