Indian Student (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৮ মার্চ:  অপারেশন গঙ্গার (Operation Ganga) মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে ভারতীদের (Indian) ফেরানোর কাজ চলছে। ইউক্রেনে যাতে একজন ভারতীয়কেও আটকে থাকতে না হয়, তার জন্য অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার। অপারেশন গঙ্গার মাধ্যমে  এবার ৬৯৪ জন পড়ুয়াকে ভারতে ফেরানো হচ্ছে। এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরি।

রাশিয়ার (Russia) হামলার জেরে ইউক্রেনের সুমি শহর কার্যত বিধ্বস্ত। যুদ্ধ বিধ্বস্ত সুমিতে আটকে ছিলেন ৬৯৪ জন ভারতীয় পড়ুয়া। ৬৯৪ জনকেই উদ্ধার করে দেশে ফেরানো হচ্ছে সুমি থেকে। এমনই জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন:  Russia-Ukraine War: রাশিয়ার আগ্রাসনের মাঝে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বুধবার ফের বৈঠক প্রধানমন্ত্রীর

এদিকে মারিউপলে মানবাধিকার লঙ্ঘন করছে রাশিয়া। এমনই অভিযোগ করা হয় ইউক্রেনের তরফে। মারিউপলে প্রায় ৩ লক্ষ মানুষকে রুশ সেনা পণবন্দি করে রেখেছে বলে অভিযোগ করা হয় জেলেনস্কি সরকারের তরফে। যদিও রাশিয়া এ বিষয়ে এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেনি।