রিজার্ভ ব্যাংক(Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৭ এপ্রিল: করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সবকিছু। এই পরিস্থিতিতে সঞ্চিত অর্থের উপরেই ভরসা রাখছে দেশবাসী। সেকারণেই মিউচুয়াল ফান্ডের জন্য ৫০ হাজার কোটির সরলীকরণের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। সেন্ট্রাল ব্যাংক এনিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা শুরু করেছে। লকডাউনের পরিস্থিতিতে দেশের আর্থিক স্থিতিশীলতাকে বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এখন রেপোরেট ঠিক করতে ৯০ দিনের সময়সীমায় রেপো পরিচালনা করবে সেন্ট্রাল ব্যাংক। এই স্কিমের সুযোগ মিলবে ২৭ এপ্রিল অর্থাৎ আজ থেকে ১১ মে পর্যন্ত।

এদিকে সোমবার ভারতে মোট করোনা আক্রান্তের (Coronavirus Cases) সংখ্যা ২৭ হাজার ৮৯২। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০ হাজার ৮৩৫ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন চলেছেন। সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়িতে ফিরেছেন ৬ হাজার ১৮৪ জন। করোনার বলি এখনও পর্যন্ত ৮৭২ জন। মৃতদের একদন বিদেশি, দেহ পাঠানো হয়েছে তাঁর দেশে। মহামারী করোনায় সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সোমবার সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছুঁয়ে ফেলল। গুজরাটে মোট আক্রান্ত ৩ হাজার ৩০১। দিল্লিতে আক্রান্ত ২ হাজার ৯১৮। রাজস্থানে মোট আক্রান্ত ২ হাজার ১৮৫ অন্যদিকে মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬। আরও পড়ুন- Hindustan Coca-Cola Beverages Announces Salary Hike: করোনা পরিস্থিতিতে কর্মীদের বেতন বাড়ালো হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস

মহামারি করোনাকে রুখতে দেশজুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের লকডাউন। এমতা বস্থায়  দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ ভিডিও কনফারেন্সে বৈঠক সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে করোনার ভয়াবহতা রুখতে এমনই দুই বৈঠক বিভিন্ন রাজ্যের সঙ্গে করেছেন তিনি। প্রথমে করোনাকে রুখতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। পরে তা বাড়িতে ৩ মে পর্যন্ত করা হয়। আজকের বৈঠকে লকডাউন বাড়ানোর পর্যালোচনা হবে। এই পরিস্থিতি থেকে কীভাবে বেরনো যায় আর কীভাবেই ফের লকডাউন বলবৎ হতে পারে সেসব নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।