প্রতীকী ছবি(Photo Credits: ANI)

মুম্বই, ২৭ এপ্রিল: করোনার বাজারে কর্মীদের বেতন বৃদ্ধির বিবৃতি দিল হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস (Hindustan Coca-Cola Beverages)। সবমিলিয়ে কোকাকোলা কর্মীদের বেতন সাত থেকে আট শতাংশ বৃদ্ধি পাবে। ইকোনমিক টামসের রিপোর্ট অনুসারে সংস্থার সমস্ত ডিরেক্ট কর্মীদের বেতন বাড়ছে ১ এপ্রিল থেকে। মহামারী করোনার জেরে বিপর্যয়ের মধ্যে বিশ্ব। বারতের অবস্থাও ভাল নয়। সংক্রমণ রুখতে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিততে বিভিন্ন সংস্থা কর্মী ছাঁটাই করছে। কেউ বেতন কমিয়ে দিচ্ছে আগামী কয়েক মাসের জন্য। এদিকে এই সময়ই ২০২০-২১ অর্থবর্ষে কর্মীদের বেতন ছাঁটাই বাদ দিয়ে তা বৃদ্ধির খবর দিল হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস।  আরও পড়ুন- Badruddin Sheikh Death: করোনায় মৃত গুজরাটের কংগ্রেস কাউন্সিলর বদরুদ্দিন শেখ, টুইটারে সমবেদনা রাহুল গান্ধীর

বিবৃতিতে জানানো হয়েছে, যতই করোনার জেরে ব্যবসায় ক্ষতি হোক না কেন কর্মী ছাঁটাই করবে না কোকাকোলা। এমনকী বেতন কমানোরও কোনও বিষয় নেই। গোটা দেশে হিন্দুস্থান কোকাকোলা বেভারেজেসের ১৫টি কারখানা রয়েছে। এগুলিতে কোক, স্প্রাইট, থামসআপ, মাজা তৈরি হয়। করোনার জেরে লকডাউন চলছে, যার ফলে সংস্থার বিক্রিবাট্টা মাথায় উঠেছে। সংক্রমণ ছড়াতে সব সংস্থাতেই পড়েছে তালা। বাণিজ্যিক প্রসার একেবারেই শূন্য। প্রায় দুমাস কোনও আর্থিক লাভ হয়নি। এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা লোকসানের পরিমাণ দেখিয়ে কর্মী ছাঁটাই করেছে। কোনও কোনও সংস্থা বেতন কমিয়েছে। এই আকালের দিনে কর্মীদের চিন্তা দূর করে বেতন বাড়িয়েছে হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস।