Badruddin Sheikh Death: করোনায় মৃত গুজরাটের কংগ্রেস কাউন্সিলর বদরুদ্দিন শেখ,  টুইটারে সমবেদনা রাহুল গান্ধীর
বদরুদ্দিন শেখ ও রাহুল গান্ধী (Photo Credits: Twitter & Getty)

গুজরাট, ২৭ এপ্রিল: গুজরাটের কোভিড ১৯-আক্রান্ত কংগ্রেস নেতা বদরুদ্দিন শেখের জীবনাবসান হয়েছে গত রবিবার। তিনি আমেদাবাদ পুরসভার কর্পোরেটর। তাঁর মৃত্যুতে সোমবার টুইট বার্তায় শোক প্রকাশ করলেন রাহুল গান্ধী। হিন্দিতে লিখলেন, “এই দুঃখের সময়ে মৃতের পরিবারকে জানাই আমার আন্তরিক সমবেদনা।” গত ১৫ এপ্রিল কর্পোরেটর বদরুদ্দিন শেখের (Badruddin Sheikh) শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকেই গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই অবস্থায় তাঁর শরীর ধীরে ধীরে খারাপ হয়েছে। গত সপ্তায় শারীরিক অবস্থার ক্রমাবনতির জেরে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আরও পড়ুন- Coronavirus Cases In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ২৭,৮৯২; মহারাষ্ট্রে করোনার কবলে ৮ হাজার ৮৬৮

গুজরাটে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১। রাজ্যে মোট করোনার বলি ১৫১। ইতিমধ্যেই ৩১৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। সোমবার ভারতে মোট করোনা আক্রান্তের (Coronavirus Cases) সংখ্যা ২৭ হাজার ৮৯২। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ২০ হাজার ৮৩৫ জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন চলেছেন। সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়িতে ফিরেছেন ৬ হাজার ১৮৪ জন। করোনার বলি এখনও পর্যন্ত ৮৭২ জন। মৃতদের একদন বিদেশি, দেহ পাঠানো হয়েছে তাঁর দেশে। মহামারী করোনায় সবথেকে খারাপ অবস্থায় মহারাষ্ট্র। সোমবার সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছুঁয়ে ফেলল। দিল্লিতে আক্রান্ত ২ হাজার ৯১৮। রাজস্থানে মোট আক্রান্ত ২ হাজার ১৮৫ অন্যদিকে মধ্যপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৬।