Shab-E-Barat: ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। শবে বরাতের (Shab-E-Barat 2025) রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। প্রতি বছর হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। ১ ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়েছে। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তবে এটি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। এই দুই শব্দ মিলে অর্থ হয় মুক্তির রজনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।
এই দিনটি পালন করা হয় গোটা দক্ষিণ ও মধ্য এশিয়া জুড়ে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, তুরস্ক, উজবেবিস্তান, কিরগিজস্তান, তাজাকিস্তান, কাজাকিস্তান, তুর্কেমেনিস্তান সহ বিভিন্ন স্থানে চলে শবে বরাতের উৎসব।