আজ দেশজুড়ে পালিত হচ্ছে শবে বরাত (Shab-E-Barat) । পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাতের রাত ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এক পবিত্র রাত। এদিনই গহীন কবরবাসী হয়ে যাওয়া পরিজনদের জান্নাত কামনায় মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া প্রার্থনার দিন। এই রাতই হল ক্ষমার রাত। লায়লাতুল বরাতের রাতে যত কাজ হয়ে যাওয়া নামাজ পড়ে নেওয়ার সুযোগ পাবেন ধর্মপ্রাণ মুসলিমরা।উল্লেখ্য, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লেবানন, ইরান, আজারবাইজান, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও কিরঘিজস্তান-এ মধ্য শাবান উদযাপিত হয়। সালাফি আরবগণ এই দিনটি পালন করে না, তাদের মতে এইরাতে বিশেষ কোনও ইবাদতের নির্দেশ নেই।
শবে বরাত উপলক্ষে দোয়া ইবাদত তো চলবেই। পাশাপাশি চলবে শুভেচ্ছা বার্তার আদান প্রদান। তাই বাড়িতে থেকে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পাঠিয়েদিন লেটেস্টলি বাংলার শুভেচ্ছা কার্ড।