লাদাখের প্যাগং লেকে রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানানোর পরেই সাংবাদিকদের প্রস্নের সম্মুখীন হয়েছিলেন রাহুল গান্ধী। সেকানে লাদাখ নিয়ে বেশ কিছু কথা বলতে শোনা যায় তাঁকে। লাদাখের মানুষের অনেক অভিযোগ রয়েছে এই বিষয়টিও জানান তিনি। পাশাপাশি আমলাতন্ত্র নয়, মানুষের আওয়াজকেই গুরুত্বে দেওয়ার কথা লাদাখের মানুষ যে বলেছেন সেই বিষয়টি জানান তিনি। এবার সেই কথার পরিপ্রেক্ষিতে এবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে পাল্টা দিলেন বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ।
তিনি জানান," তাঁরা(কংগ্রেস) বালাকোট এবং উরি হামলার ক্ষেত্রে প্রমাণ চায়। আমরা তাঁদের কাছে কি ই বা আশা করতে পারি? আজকে রাহুল গান্ধী লাদাখ নিয়ে কথা বলছেন। আমি তাঁকে জিজ্ঞেস করছি যদি মনে থাকে ১৯৬২ যুদ্ধে আগে এবং পরে কতখানি এলাকা চিনের দখলে রয়েছে , তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি সংসদে জানিয়েছিলেন 'আমরা চিনকে উত্তপ্ত করতে চাইনা নতুন কিছু তৈরী করে' এটাই আপনাদের ইতিহাস"।
লাদাখের প্যাংগং লেক এ রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর লেহ তে যান রাহুল গান্ধী।
#WATCH | BJP MP Ravi Shankar Prasad says, "They (Congress) ask for proof of the Balakot & Uri attacks. What can we even expect from them?... Today, when Rahul Gandhi talks about Ladakh, I want to ask him if remembers how much of India's land was captured by China before & after… pic.twitter.com/V7JmZiiDB0
— ANI (@ANI) August 20, 2023