স্বামীর মৃতদেহ ঘরেই পড়ে রয়েছে। এদিকে সেই মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না স্ত্রী। আর পাঁচটি দিনের মতো স্বাভাবিক নিয়মেই দিনযাপন করে যাচ্ছেন প্রৌঢ়া। রবিবার বারাসতে (Barasat) একটি হাউসিং কমপ্লেক্স থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। মৃত ব্যক্তির নাম সুনীল চক্রবর্তী, বয়স ৭৩। বারাসতের টাকি রোডের পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দিনকয়েক আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফলে শরীরে কিছুটা পচন ধরেছে। এদিন সকাল থেকেই ওই বিল্ডিংয়ের বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। সন্দেহ হতেই পুলিশে খবর দেহ বাসিন্দারা
দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। যদিও মৃতের স্ত্রী ওই ফ্ল্যাটেই একসঙ্গে থাকতেন। তবে সে দেহ দেখেও জানতেন না যে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ২০২০ সালে ছেলের মৃত্যু হয়েছিল। তারপর থেকে একাই থাকতেন দুজনে। এমনকী বৃদ্ধ-বৃদ্ধা দুজনেরই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। ফলে বৃদ্ধার মানসিকভাবেই এতটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে সে বুঝতেই পারেননি যে কবে মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ
পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। এবং সেটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও ওই দম্পতির কোনও আত্মীয় পরিজন রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, ফ্ল্যাটের বাকি বাসিন্দারাও জানেন না যে তাঁদের কোনও আত্মীয় রয়েছে কিনা।