Winter (Photo Credits: PTI)

কলকাতাবাসীদের সঙ্গে ছিনিমিনি খেলছে শীত। কখনও তাপমাত্রা নিম্নমুখী, কখনও আবার উর্ধ্বমুখী। এই অবস্থায় রবিবার বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ ক্রমেই বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রের খবর, আগামী সোমবার থেকে বাড়তে চলেছে তাপমাত্রা। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর বীরভূম, মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালে কুয়াশা দেখা যাবে। যদিও বেলা বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

কলকাতার আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্র ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামী সোমবার থেকে কলকাতা ও শহরতলির এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ৭ জানুয়ারীর পর থেকে তাপমাত্রা আবার নীচে নামতে পারে।

দুই বঙ্গের আবহাওয়া

একদিকে দক্ষিণবঙ্গে যেমন তাপমাত্রা এই কয়েকদিনে খানিকটা বৃদ্ধি পাবে। তেমনই উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটনপ্রেমী মানুষরা যারা এই সময়ে পাহাড়ে ঘুরতে যাচ্ছেন, তাঁরা তুষারপাত দেখতে পারবেন বলে আশা করা যায়।