জয়পুর, ১৫ অক্টোবর: জেলবন্দিদের পেনশন প্রকল্প বন্ধ করে দিচ্ছে রাজস্থান সরকার। মূলত আন্তর্জাতিক মেনটেন্যান্স সিকিওরিটি অ্যাক্টের আওতায় যারা পড়ছে তাদেরই এই সরকারি আর্থিক সহায়ত বন্ধ হতে চলেছে। রাজস্থানের মন্ত্রী শান্তি ধারিওয়াল (Shanti Dhariwal) সোমবার এই ঘোষণা করেন। তিনি জানান, ওই জেলবন্দিদের সরকার স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্বীকৃতি দেয় না তাই পেনশনের আওতা থেকে তাঁদের ছেঁটে ফেলা হল। তবে পেনশন বন্ধ হলেও চিকিৎসা সহায়তা থেকে এই জেলবন্দিদের কেউই বঞ্চিত হচ্ছেন না। সোমবার মন্ত্রীসভার বৈঠকের পরেই এই ঘোষণা করা হয়। জরুরি অবস্থার সময় আন্তর্জাতিক মেনটেন্যান্স সিকিওরিটি অ্যাক্টের (MISA) আওতায় গ্রেপ্তার হওয়া জেলবন্দিদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আরও পড়ুন-'বিমুদ্রাকরণের যুক্তি কী, বুঝতে পারিনি' মোদি সরকারের পদক্ষেপকে কটাক্ষ করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি
Rajasthan Min Shanti Dhariwal on state cabinet's decision to discontinue pension of prisoners detained under Maintenance of Internal Security Act (MISA): Medical facilities will be regularised but pensions will be stopped as we don't consider them to be freedom fighters. (14.10) pic.twitter.com/1SSHrbrzWu
— ANI (@ANI) October 15, 2019
উল্লেখ্য, ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় এমআইএস-এর আওতায় অন্তত কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এঁদের পেনশন প্রথমে ছিল ১২ হাজার টাকা। পরে তা বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। এই সব জেলবন্দিদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রত্যেককে মাসিক ১২০০ টাকা প্রথমে দেওয়া হত পরে তা বেড়ে হয় চার হাজার টাকা। ২০ হাজারের পেনশন বন্ধ হলেও চার হাজারের চিকিৎসা সহায়তা কিন্তু চলবে।