নতুন দিল্লি, ২২ নভেম্বর: বায়ুদূষণের (Air Pollution) তালিকায় দিল্লি (Delhi) এখন দুনিয়ার শীর্ষে। দিল্লির বায়ুসূচক মাত্রা ক দিন আগে একেবারে হাজারের কাছাকাছি চলে গিয়েছিল। বিশ্ব সাস্থ্য সংস্থা WHO-র বিচারে বিপদসীমার চেয়ে অন্তত ৬০ গুণ বেশী। দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গার বায়ুদূষণ নিয়ে এবার নিজের মত জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বায়ুদূষণের ফলে দেশে পর্যটন কমছে, অর্থনীতিতে ধাক্কা আসবে, বিশ্ব দরবারে দেশের সুনামে আঘাত আসছে বলে রাহুল দাবি করেন।
এক্স প্ল্যাটফর্মে এক ভিডিয়োয় কংগ্রেসের শীর্ষ নেতা তথা রায়বারেলির সাংসদ বললেন, উত্তর ভারতের বায়ুদূষণ হল জাতীয় জরুরী অবস্থা। এর ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সঙ্কটে পড়ছে, আমরা আমাদের শিশুদের ভবিষ্যত চুরি করছি এবং বয়স্ক মানুষদের শ্বাসরোধ করছি। পরিবেশ এবং অর্থনৈতিক দুর্যোগে আমরা অসংখ্য মানুষের জীবন নষ্ট করছি। আমাদের মধ্যে যারা সবচেয়ে গরীব তাঁরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন। কারণ তারা তাদের চারিদিকে ঘিরে থাকা এই টক্সিক বায়ু থেকে পালাতে পারছেন না। শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, পরিবারের সদস্যরা স্বচ্ছ বায়ুর জন্য হাঁফাচ্ছে, এবং লক্ষ লক্ষ জীবনের আয়ু কমে আসছে। পর্যটন কমে আসছে এবং দুনিয়ার আছে আমাদের সুনামে আঘাত আসছে।"
দেখুন দিল্লি তথা উত্তর ভারতের বায়ুদূষণ নিয়ে কী বললেন রাহুল গান্ধী
Air pollution in North India is a national emergency—a public health crisis that is stealing our children’s future and suffocating the elderly, and an environmental and economic disaster that is ruining countless lives.
The poorest among us suffer the most, unable to escape the… pic.twitter.com/s5qx79E2xc
— Rahul Gandhi (@RahulGandhi) November 22, 2024
পাশাপাশি রাহুল গান্ধী দাবি করেন,"দূষণের মেঘ শত শত কিলোমিটার আচ্ছন্ন করে রেখেছে। এটিকে স্বচ্ছ করে তুলতে হলে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজন। সরকার, কোম্পানি, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। দিল্লির দূষণ নিয়ে কোনও রাজনৈতিক দোষারোপের খেলা নয়, আমাদের চাই ঐকব্যদ্ধ রাষ্ট্রীয় উদ্যোগ।" ক দিনের মধ্যে সংসদে উত্তর ভারতের বায়ুদূষণের সমস্যা নিয়ে সাংসদরা আলোচনা করবেন বলে রাহুল জানিয়েছেন।