Maharashtra, Haryana Elections 2019: 'রেকর্ড ভোট দিয়ে গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন', মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ নিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নরেন্দ্র মোদি। (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২১ অক্টোবর: Maharashtra, Haryana Elections 2019-আজ সোমবার মহারাষ্ট্র (Maharashtra elections 2019) ও হরিয়ানা (Haryana elections 2019) বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। দুই রাজ্যের ভোটারদের সর্বাত্মক ভোটদানের আবেদেন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুই রাজ্যে বিধানসভা নির্বাচন ছাড়াও দেশেকর ১৮টি রাজ্যের ৫৩টি বিধানসভা ও ২টি লোকসভা আসনে উপ-নির্বাচনের (Bypolls) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা হবে বৃহস্পতিবার। আজ ভোটগ্রহণ পর্ব শুরুর পর প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভায় নির্বাচন হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানেও উপ-নির্বাচন হচ্ছে। আমি এই রাজ্যগুলি ভোটারদের প্রতি রেকর্ড সংখ্যায় ভোটদানের আহ্বান জানাচ্ছি এবং বিপুলসংখ্যক ভোট দিয়ে তাঁরা গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করবেন এই ব্যাপারে আমি আশাবাদী।"

সকাল ৭ টা থেকে দুই রাজ্যে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২৮ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ৯ নভেম্বর মহারাষ্ট্রের বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ইলেকশন কমিশন জানিয়েছে, আজ লড়াইয়ের ময়দানে ৩২৩৭ প্রার্থী। অন্যদিকে হরিয়ানায় লড়ছেন ১১৬৯ জন। দুই রাজ্যেই ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। আর কংগ্রেস ক্ষেত্রে পুরনো আসন ধরে রাখার লড়াই। মহারাষ্ট্রে নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা ৮ কোটি ৯০ লাখ। যাদের মধ্যে ৪ কোটি ৬ লাখ পুরুষ ভোটার, ৪ কোটি ২০ লাখ মহিলা ভোটার এবং ২ হাজার ৬৩৪ জন রূপান্তরকামী ভোটার রয়েছেন। আরও পড়ুন: ৩টি জঙ্গি শিবির ধ্বংস, অন্তত ৬-১০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে: সেনা প্রধান বিপিন রাওয়াত

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোটকে আটকাতে জোট বেঁধেছে NCP ও কংগ্রেস। অন্যদিকে হরিয়ানাতেও বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। ২০১৪ সালের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতায় দেবেন্দ্র ফড়নবিস ক্ষমতায় এসেছিলেন। এবারও শিবসেনাকে সঙ্গী করে নিজের গদি বাঁচিয়ে রাখতে পারেন কি না সেটাই দেখার।