নতুন দিল্লি, ২৪ এপ্রিল: শুক্রবার জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী (PM Modi)। গোটা সময়াই তাঁর নাক মুখ ঢাকা ছিল ঐতিহ্যবাহী গামছায়। উজ্জ্বল হলুদরঙা গামছার উপরে সবুজ সূতোর কারিকুরি। তবে সরপঞ্চদের সঙ্গে বার্তালাপ চলাকালীন এক পর্যায়ে তিনি নাক মুখ থেকে সেই গামছার আচ্ছাদন সরিয়েও নেন। প্রথম পর্যায়ের লকডাউনের শেষ দিন ১৪ এপ্রিল ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ও সাদা গামছা ব্যবহার করেছিলেন নরেন্দ্র মোদি। সেই গামছাতে ছিল লাল কালোরঙা সূতোর নকশা। তার আগে দেশের সামগ্রিক করোনা পরিস্থিতির হালচাল বুঝতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তালাপের সময় ঘরে তৈরি মাস্ক ব্যবহার করেছিলেন।
এদিকে গ্রামের মানুষের কাছে সহজে পৌঁছাতে ই-গ্রাম স্বরাজ অ্যাপ চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আজ জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সে দেশের পঞ্চায়েত প্রধানদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন সকালেই টুইট বার্তায় এই আলোচনার আগাম খবর জানিয়েছিলেন। তবে শুধু নতুন পোর্টালই নয়, সেই সঙ্গে স্বমিতভা যোজনারও সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি দেশের সমস্ত পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তালাপও করেন। এই নতুন পোর্টাল পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এক অভিনব উদ্যোগ। এর ফলে এক ইন্টারফেসেই গ্রাম পঞ্চায়েত উন্নয়নের পরিকল্পনা রূপায়িত হবে। অন্যদিকে স্বমিতভা প্রকল্পের অধীনে গ্রামে জমি সংক্রান্ত সমস্যা মিটবে সহজেই। আরও পড়ুন- PM Narendra Modi: পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভিডিও বার্তায় ই-গ্রাম স্বরাজ অ্যাপের সূচনা করলেন প্রধানমন্ত্রী।
এই মুহূর্তে দেশে মারণ ভাইরাসের কবলে ২৩ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮৪ জন। মৃত ৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে ১৭ হাজার ৬১০ জন এখন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। মৃতের সংখ্যা ৭১৮। দেশে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৬ হাজার ৪৭ জন। বৃহস্পতিবার সারা দিনে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৮ জন। ১৪ জনের মৃত্যুও ঘটেছে। সবমিলিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা ২৮৩।