গামছায় মুখ ঢেকে নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ এপ্রিল: মঙ্গলবার মুখে গামছা (gamcha) জড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের সময় ঐতিহ্যবাহী গামছায় নাক মুখ ঢেকে রয়েছেন  প্রধানমন্ত্রী। সাদার সঙ্গে লাল কালোর সংমিশ্রণে সেই গামছা এক লহমায় দেশবাসীর নজর কেড়েছে। এদিন বক্তব্যের শুরুতেই সেই গামছায় ডাকা মুখেই দেশবাসীকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তবে ভাষণ চলাকালীন পরে মুখ থেকে সেই গামছা সরিয়ে নেন তিনি। করোনা সংক্রমণ এড়াতে আগের দিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সময় হাতে তৈরি মাস্ক পরেছিলেন প্রধানমন্ত্রী।

এদিন বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ল। এই লকডাউনের সময় সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে চলতে দেশবাসীকে অনুরোধ করেছেন তিনি। ১০ হাজার অতিক্রম করে গেল ভারতে করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২১১ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে সবমিলিয়ে দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১০ হাজার ৩৬৩। ৮ হাজার ৯৮৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১,০৩৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এখনও পর্যন্ত ৩৩৯ জনের মৃত্যু হয়েছে। একজনের দেহ বিদেশে স্থানান্তর করা হয়েছে। আরও  পড়ুন- Ambedkar Jayanti 2020: বাবা সাহেব আম্বেদকরকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, কংগ্রেসকে একহাত নিলেন জেপি নাড্ডা

সবথেকে দুর্বিষহ পরিস্থিতিতে মহারাষ্ট্র। সোমবারের হিসেব বলছে সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩৩৪। দেশের মধ্যে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মুম্বইতে। সেখানে ইতিমধ্যে ১০০ জনের মৃত্যু ঘটে গেছে। শুধু সোমবারেই মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩৫২ জন।