India-China Standoff: গালওয়ান উপত্যকা এবং পানগং লেক পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির
গালওয়ান ভ্যালি (Photo Credits: ANI|File)

নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: এবার পূর্ব লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকা (Galwan Valley) এবং পানগং লেক (Pangong Lake) পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (Parliamentary panel)। সূত্রের খবর এমনই। প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরামের সভাপতিত্বে ৩০ সদস্যের কমিটি মে মাসের শেষ সপ্তাহে বা জুনে পূর্ব লাদাখ অঞ্চল পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই কমিটিতে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও। জানা যাচ্ছে, প্যানেলের সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেদিন ওই বৈঠকে রাহুল গান্ধি উপস্থিত ছিলেন না। সূত্র জানিয়েছে, সরকারের অনুমোদন পেলেই প্যানেল এলএসি সফরে যেতে পারবে।

পূর্ব লাদাখের প্যাংগং লেক (Pangong Lake) সংলগ্ন এলাকা থেকে সেনা সরানো নিয়ে চিনের (China) সঙ্গে ভারতীয় সেনার সমঝোতা হয়েছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদে রাজনাথ আরও জানান, প্যাংগং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার ৮ পর্যন্ত বাহিনী রেখে দেবে চিন। অন্যদিকে, ফিঙ্গার ৩ পর্যন্ত সেনা মোতায়েন রাখবে ভারত। মাঝের অংশে কেউই টহল দিতে পারবে না। এছাড়াও ২০২০ এপ্রিল থেকে লেকের উত্তর ও দক্ষিণ প্রান্তে উভয় পক্ষ যে যে কাঠামো গড়েছে তা সরিয়ে আগের পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: Rahul Gandhi Slams Modi: 'প্রধানমন্ত্রী কাপুরুষ, ভারতের অঞ্চল চিনের হাতে তুলে দিয়েছেন'; তোপ রাহুল গান্ধির

মন্ত্রকের এই বিবৃতি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি অভিযোগ করেছেন যে সরকার দেশের ভূখণ্ড চিনের হাতে তুলে দিয়েছে। রাহুল বলেন, "প্রতিরক্ষামন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল - দেপসাং সমভূমি - যেখান থেকে চfন প্রবেশ করেছে সেই সম্পর্কে একটি শব্দও বলেনি। সত্য কথাটি হল প্রধানমন্ত্রী ভারতের অঞ্চলটি চিনের হাতে তুলে দিয়েছেন। তাঁকে অবশ্যই দেশকে জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী এমন কাপুরুষ যে চিনাদের সামনে দাঁড়াতে পারেন না। তিনি আমাদের সেনাবাহিনীর ত্যাগের উপরে থুথু দিচ্ছেন। তিনি আমাদের সেনাবাহিনীর ত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন। ভারতে কাউকেই এটি করার অনুমতি দেওয়া উচিত নয়।"