Delhi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩০ ডিসেম্বর:  গোটা বিশ্ব (World) জুড়ে ক্রমাগত ভয়াবহ আকার নিতে পারে ওমিক্রন। করোনাভাইরাসের নয়া প্রজাতি নিয়ে বুধবার এমনই আশঙ্কা প্রকাশ করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)  তরফে। হু-এর সতর্কতার পর আশঙ্কার কথা শোনা গেল দিল্লির মন্ত্রী সত্য়েন্দ্র জৈনের গলায়। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র দৈন জানান, বৃহস্পতিবার  দিল্লিতে ১১৫ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪৬ জনের নমুনায় ওমিক্রনের অস্তিত্ব মিলেছে। অর্থাৎ করোনাভাইরাসের (Coronavirus)  এই নয়া প্রজাতি ক্রমশ গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

সত্যেন্দ্র জৈন (Satyendar Jain) আরও বলেন, দিল্লিতে সম্প্রতি এমন অনেকে ওমিক্রনে (Omicron)  আক্রান্ত হন, যাঁদের কোনও বিদেশ যাত্রা বা সাম্প্রতিক সময়ে ভ্রমণের ইতিহাস নেই। ফলে ওই ব্যক্তিরা কীভাবে ওমিক্রনে আক্রান্ত হলেন, তা চিন্তার বিষয়। ফলে দিল্লিতে ওমিক্রন ক্রমাগত গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন সত্যেন্দ্র জৈন।

আরও পড়ুন:  Omicron: ডেল্টা নয়, করোনাভাইরাসের 'গ্লোবাল ভ্যারিয়েন্ট' হতে পারে ওমিক্রন, আশঙ্কা বিশেষজ্ঞদের

সম্প্রতি দিল্লির (Delhi) হাসপাতালে ২০০ ওমিক্রন আক্রান্তকে ভর্তি করা হয়। যার মধ্যে ১০২ জন শহরের বাসিন্দা। সেই সঙ্গে ১১৫ জনের রিপোর্ট করোনা পজিটিভ হলেও, তাঁদের শরীরে কোনও উপসর্গ মেলেনি বলেও জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।