
নয়াদিল্লিঃ জেলের(Jail) খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪৫ জন বন্দি। বমি(Vomiting), পেটে ব্যথা সহ ডায়ারিয়ার(Diarrhoea ) সমস্যা নিয়ে হাসপাতালে(Hospital) ভর্তি হয়েছেন কয়েদিরা। সরকারি হাসপাতালে চলছে চিকিৎসা। ঘটনাটি ঘটেছে মেঙ্গালুরু জেলে। খাবার থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান চিকিৎসকদের।
মেঙ্গালুরুতে অসুস্থ ৪৫ জেলবন্দি
এই ঘটনায় মেঙ্গালুরুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, "বুধবার বিকেল ৪.৩০ নাগাদ আমরা খবর পাই মেঙ্গালুরু জেলের বন্দিরা অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটে ব্যথা, পেট খারাপের মতো উপসর্গ দেখা দেয় তাঁদের। খবর পেয়ে সঙ্গে সঙ্গে মেঙ্গালুরু কারাগারে পৌঁছয় আমাদের দল। আমিও যাই সেখানে। এরপর জেলের গাড়িতে করে অসুস্থ বন্দিদের ওয়েনলক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি করা হয় ৪৫ জন বন্দিকে। ধীরে-ধীরে সুস্থ হচ্ছেন তাঁরা। খবর পেয়ে জেল পরিদর্শনে আসেন জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা। ইতিমধ্যেই কারাগারের খাবারের নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। সেই নমুনা পরীক্ষা করা হবে বলে খবর।"
জেলের খাবার খেয়ে অসুস্থ ৪৫ বন্দি, ভর্তি হাসপাতালে
#WATCH | Mangaluru, Karnataka: Several inmates of Mangaluru jail were admitted to the government Wenlock Hospital on Wednesday after they complained of health issues.
Mangaluru Police Commissioner Anupam Agrawal said, "At around 4.30 pm, we received a complaint from the district… pic.twitter.com/nLPxkLyxqC
— ANI (@ANI) March 5, 2025