মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কোরিয়ার (South Korea) বিভিন্ন প্রান্তে উড়ে এসে পড়ল বেলুন। বেলুনের নিচে রয়েছে আবর্জনা ভর্তি প্যাকেট এবং লিফলেট। যদিও প্রথমদিকে এই বেলুনগুলি আসছিল দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা। অনেকেই ভেবেছিলেন বেলুনে করে বোম বা অন্যকিছু পাঠিয়েছে নর্থ কোরিয়া (North Korea)। কিন্তু পরে ঘটনাস্থলগুলিতে পুলিশ এসে তদন্ত করে দেখে আবর্জনা রয়েছে সেগুলিতে। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে।
জানা যাচ্ছে, পড়শি দেশের ৯টি প্রদেশ থেকে মোট ২৬০টি বেলুন উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা। সেগুলি থেকে আবর্জনার পাশাপাশি উদ্ধার হচ্ছে বেশকিছ কাগজপত্র। যাতে উষ্কানীমূলক বার্তা রয়েছে বলে দাবি স্থানীয় প্রশাসন। তাঁদের দাবি, উত্তর কোরিয়ার কিম জং উন চাইছে এই দেশের শান্তি বিঘ্ন হোক। সেই কারণে এই ধরণের লিফলেট বেলুনের মাধ্যমে প্রচার করছে তাঁরা।
North Korea sends massive balloons filled with 'garbage' to South Korea
Read @ANI Story | https://t.co/etdISgwK4k#NorthKorea #SouthKorea #Balloons #Garbage pic.twitter.com/lwr4yn5oIP
— ANI Digital (@ani_digital) May 29, 2024
১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধের পর দুই দেশ গ্যাস বেলুনের মাধ্যমে প্রচার করতে থাকে। এই কাণ্ডের পর উত্তর কোরিয়ার তরফ থেকে অভিযোগ করা হয় দিন কয়েক আগে সীমান্তবর্তী এলাকায় উত্তর কোরিয়া থেকে কয়েকটি আবর্জনা ভর্তি বেলুন পাঠানো হয়েছিল। সেই কারণেই এদিন দক্ষিণ কোরিয়াতে বেলুন পাঠানো হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে যে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্তে আবর্জনার পাহাড়় করা হবে।