শনিবারের পর রবিবারও সকাল থেকে মেঘলা কলকাতা সহ দক্ষিণ বঙ্গের আকাশ। কখনও ঝিরঝির কখনও ভারী বৃষ্টি হয়েই চলেছে।হাওয়া অফিস বলছে, অতি গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গের পশ্চিমে অবস্থান করছে। বিকেল পর্যন্ত অতি গভীর নিম্নচাপ রূপেই থাকবে। ফলে আজ দিনভর বৃ্ষ্টি চলবে। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বত্র বৃষ্টিপাত চলছে । আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি ও বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে আজ সারাদিন । একইসঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টির লাল ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে । অসহনীয় গরম থেকে মুক্তি পেলেও বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়বে কীভাবে তা ভেবে অনেক বাঙালির রাতের ঘুম উড়েছে।
মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় । এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে । গত ২৪ ঘণ্টায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় । তারপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় । তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শক্তি হারিয়ে দুর্বল হয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে নিম্নচাপটি। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মঙ্গলবার অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির আশঙ্কা নেই। তবে ঘুড়ি ওড়ানোর মাঝে মাঝে বাদ সাধতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।