প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মহারাষ্ট্র:  নিজের মাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। পছন্দ মতো রান্না না করায় ও ঠিক সময় খেতে না দেওয়ায় মায়ের সঙ্গে বচসা শুরু হয় ছেলের, ২৬ বছর বয়সী যুবকের মাথায় আগুন চড়ে যায়। এরপরই সে এই নৃশংস ঘটনাটি ঘটায় বলে অভিযোগ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় রেবদান্ডার কাছে নবখার গ্রামে। ঘটনার খবর পেয়ে রাবদান্দা থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর দগ্ধ ওই  মহিলাকে আলিবাগের হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে আলিবাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা অবস্থায় মারা যান। মৃত মহিলার নাম চাঙ্গুনা নামদেব খোট। 

আরও পড়ুন: Machhal Encounter: ভূস্বর্গে ফের গুলির লড়াই, খতম ২ জঙ্গি

সূত্রে খবর, পছন্দ মতো রান্না না করা নিয়ে চাঙ্গুনার সঙ্গে বচসা শুরু করে তাঁর ছেলে জয়েশ। কথা কাটাকাটি থেকে মারধর, তারপর বাড়ির সামনে জড়ো করা শুকনো কাঠে আগুন ধরিয়ে মাকে হত্যা করে তার ছেলে। পুলিশ এলাকার একটি জঙ্গল থেকে জয়েশকে গেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে।