মুম্বই, ১৫ নভেম্বর: এখনও দোলাচালে মহারাষ্ট্রের সরকার গঠন প্রক্রিয়া। আদৌ সরকার গড়তে পারবে শিবসেনা, তেমন কোনও নির্ভরযোগ্য খবর এখনও নেই। শনিবার ফের রাজনৈতিক দলের প্রধানরা রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে এখনও পর্যন্ত খবর। তবে ভাঙলেও মচকাতে রাজি নন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, শিবসেনার প্রতিনিধিই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন। রাউতের এই একই বক্তব্যের পুনরাবৃত্তি শোনা যায় তখন, যখনই সাংবাদিকরা শিবসেনার আড়াই বছরের মুখ্যমন্ত্রীত্বের দাবি নিয়ে প্রশ্ন তোলেন। তবে এদিন কিন্তু সঞ্জয় রাউতের বক্তব্য সামান্য নতুন ছিল। তিনি বলেন, আগামী ২৫ বছর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে থাকবেন শিবসেনার প্রতিনিধি।
তীব্র রাজনৈতিক চাপানউতোরের পর সরকার গড়ার দিকে এগোচ্ছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট। বৃহস্পতিবার তিন জোট শরিকের নেতাদের মধ্যে জরুরি বৈঠকও হয়েছে। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিন্ন ন্যূনতম কর্মসূচির মাধ্যমেই এগোবে সরকার। শুক্রবার সেই বৈঠকের সূত্র ধরেই সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেন, রাজ্যের সাধারণ মানুষের স্বার্থেই এই অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি হবে। খসড়া তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু সোনিয়া গান্ধী (Sonia Gandhi), শরদ পাওয়ার (Sharad Pawar) ও উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) কাছে পাঠাতে। তাঁরা অনুমতি দিলেই কাজ অনেকটা এগিয়ে যাবে। দলীয় নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde) বলেন, এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই কম্যান্ড। আরও পড়ুন-Navy personnel Commits Suicide: মুম্বইয়ে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী নৌসেনা কর্মী, তদন্তে নামল কোলাবা পুলিশ
Shiv Sena leader Sanjay Raut on being asked 'if Shiv Sena CM will be for 5 years or CM will be for 2.5 years each from NCP and Shiv Sena?': Hum toh chahte hain aane wale 25 saal tak Shiv Sena ka CM rahe, aap 5 saal ki baat kyun karte ho. pic.twitter.com/ZH69LUDoTG
— ANI (@ANI) November 15, 2019
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রায় একমাস কেটে গেলেও কোনও রাজনৈতিক দলই সরকার গড়তে পারেনি। তাই গত ১২ নভেম্বর থেকে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন (President’s Rule) জারি হয়েছে। ২৮৮টি বিধানসভা সদস্যদের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে ১০৫টি আসনে। অন্যদিকে বিজেপির দীর্ঘদিনের জোট শরিক শিবসেনা পেয়েছে ৫৬টি আসন। ভোটের আগেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছিলেন, জোট ফের ক্ষমতায় এলে, বিজেপি ও শিবসেনার মধ্যে পাঁচ বছরের মুখ্যমন্ত্রীত্ব ভাগাভাগি হবে। সেই সময় ফডনবিশ সরকার সায় দিলেও সরকার গঠনের সময় কিছুতেই শিবসেনার দাবি মানতে নারাজ তিনি। শিবসেনাও নিজেদের দাবিতে অটল। এরপরেই ভাঙল ২৫ বছরের জোট।