Navy personnel Commits Suicide:  মুম্বইয়ে নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী নৌসেনা কর্মী, তদন্তে নামল কোলাবা পুলিশ
প্রতীকী ছবি(Photo Credit: ANI)

মুম্বই, ১৫ নভেম্বর: নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী (shot himself) নৌসেনা কর্মী (Navy personnel)। মৃতের নাম অখিলেশ যাদব(২৫)(Akhilesh Yadav)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের নৌসেনার স্টেশন আইএনএস আঙ্গরে-তে (INS Angre)। গুলিবিদ্ধ অখিলেশ যাদবকে তড়িঘড়ি তাঁর সতীর্থরা সেনা হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দুর্ঘটনাবশত খুনের অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে কোলাবা পুলিশ। সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় অখিলেশ যাদবকে প্রথমে উদ্ধার করেন তাঁর সহকর্মীরা। রিপোর্টে বলা হয়েছে, তাঁর সার্ভিস রিভলবার থেকেই চলেছে গুলি। তবে তিনি আত্মঘাতী হয়েছেন নাকি কেউ তাঁর রিভলবার কেড়ে নিয়ে গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কিনারা করতে তদন্তে নেমেছে পুলিশ। আরও পড়ুন-Jammu and Kashmir: শিয়রে পশ্চিমী ঝঞ্জা, ভারী বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর

গত সেপ্টেম্বরে ঠিক এমন ঘটনাই ঘটেছিল জম্মু ও কাশ্মীরে। ভারত তিব্বত সীমান্ত পুলিশের একজন সহকারি সাব ইন্সপেক্টর নিজের সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী হন। আত্মঘাতী সাব ইন্সপেক্টরের নাম যশবন্ত সিং। তাঁর রক্তাক্ত দেহটি উদ্ধার হয়েছিল বন ভবনের কাছের রেল হেড থেকে। ঘাড়ের গুলির ক্ষত ছিল। এই ঘটনার পর ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে যশবন্ত সিং আত্মঘাতী হয়েছিলেন তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে বলে খবর।