Sawan Month 2022: হিন্দু ধর্মের একটি পবিত্র মাস হল শ্রাবণ মাস, শ্রাবণ মাসের আগমনের আগে সকলকে পাঠান শুভেচ্ছা বার্তা
Photo Credit_Latestly media.com

ছোটবেলায় ঋতু বৈচিত্র্য পড়ার সময় আমরা জেনেছি  আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। কিন্তু শ্রাবণ  মানে কি শুধুই অঝোর বর্ষণধারা? নাকি অন্য কোনও গুরুত্ব রয়েছে এই মাসটির? বৈদিক যুগ থেকেই এই মাসের গুরুত্ব আলাদা। পুরাণ থেকে বয়ে আসা ঐতিহ্যের এক বিপুল অংশ সম্পৃক্ত হয়ে রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে। হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস, এই মাস দেবাদিদেব মহাদেবের মাস।  হিন্দু ধর্মাবলম্বী লক্ষ লক্ষ ভক্তরা এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন । ব্রতের উদ্দেশ্য একটাই, মনস্কামনা পূরণ। শিবমূর্তি বা শিবলিঙ্গে দুধ নিবেদন করা শ্রাবণ মাসের শিবব্রতের অন্যতম প্রধান আচার।পুরাণ অনুসারে শ্রাবণ মাসেই দেব দানবরা মিলে ঘটিয়েছিল সমুদ্র মন্থন। সেই মন্থনের ফলে ইঠে আসা হলাহল বিষকে নিজ কণ্ঠে ধারণ করে মহাদেব সৃষ্টিকে রক্ষা করেন। এই কারণেই এই মাস শিবের প্রতি উৎসর্গীকৃত।শ্রাবণ মাসের আগমনের আগে সকলের জন্য রইল শুভেচ্ছা বার্তা।এই শুভেচ্ছা বার্তা শেয়ার করতে

Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com