রাঁচি, ১ আগস্টঃ সন্তান প্রসবের ক্ষেত্রে হাসপাতাল গুলোতে সিজারের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। স্বাভাবিক প্রসবের হার সাংঘাতিকভাবে কমছে। একই চিত্র দেশের বিভিন্ন রাজ্যেই। সেই পরিসংখ্যান নজরে রেখে পরিস্থিতিতে রাশ টানতে তৎপর হয়েছে ঝাড়খণ্ড (Jharkhand) প্রশাসন। সদ্য ঝাড়খণ্ডে সিজার বা সি সেকশন (C-Section Surgery) দ্বারা প্রসব করানোর সময়ে দুই নবজাতের মৃত্যু হয়েছে। আর তার পরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে পড়েছে প্রশাসন। ঝাড়খণ্ডের চাতরা জেলার ডেপুটি কমিশনার আবু ইমরান রাজ্যের সিভিল সার্জন শ্যাম নন্দন সিংকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের যে সমস্ত নার্সিং হোমে লাইসেন্স ছাড়াই সি সেকশন করানো হচ্ছে কিংবা উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো ছাড়া সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয় সেই সব অবৈধ নার্সিং হোমগুলিকে অবিলম্বে বন্ধ করে দিতে হবে। এছাড়াও নার্সিংহোমে সদ্য দুই শিশুর মৃত্যু ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
কুণ্ডা ব্লকের ওই বেসিরকারি নার্সিংহোমের বিরুদ্ধে একটি এফআইআর-ও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে সিজারে প্রসব (C-Section Surgery) করানোর সময়ে দুই সদ্যজাতের মৃত্যু হয়েছে। খগেশ কুমার, কুণ্ডার ব্লক উন্নয়ন আধিকারিক এবং প্রতাপপুরের মেডিক্যাল অফিসার ইনচার্জ বিষয়টি তদারকি করছেন। এলাকার অবৈধ নার্সিংহোম গুলোকে চিহ্নিত করে তা চিরতরে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মিনতি দেবী কুণ্ডার ওই নার্সিংহোমে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন। ঠিক তার পরের দিন ২৫ জুলাই ওই নার্সিংহোমে কিরণ দেবীর সি সেকশনের দ্বারা সন্তান প্রসব করানো হয়। কিন্তু দুজনের সন্তানই জন্মের সময়ে মারা যায়।