কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মোদী (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ রবিবার সকালেই নাগপুরে(Nagpur) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সদর দফতরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সঙ্ঘ সদরে পৌঁছেই সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মোদী। শ্রদ্ধাজ্ঞাপন পর্বে মোদীর পাশেই দাঁড়িয়েছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। এদিন আরএসএস-এর শ্রুতি মন্দিরে সঙ্ঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপনের পর দীক্ষাভূমি মন্দিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সংবিধানের প্রণেতা বাবা সাহেব অম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করার কথা রয়েছে মোদীর।

এক যুগ পর আরএসএস-এর নাগপুর দফতরে পা মোদীর

বিজেপি সূত্রে খবর, রবিতেই নাগপুরে বৈঠকে বসতে চলেছেন মোদী ও মোহন ভাগবত। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডার মেয়াদ শেষ। নাড্ডার পর কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি? এই নিয়ে জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে, মোদী-মোহন বৈঠকেই কাটতে চলেছে সেই জট। প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর পর সঙ্ঘ সদরে এলেন মোদী। শেষ ২০১২ সালে এসেছিলেন। এরপর একযুগ পর সঙ্ঘের শতবর্ষে নাগপুরে পা রাখলেন নমো। আজ, নাগপুরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। আরএসএস দফতর থেকে বেলা ১২টা নাগপুরের প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবারই সরকারি ভাবে প্রধানমন্ত্রীর নাগপুর সফর ঘোষণা হয়ে গিয়েছিল। আজ মোদী নিজে টুইট করে জানিয়েছেন, ‘‘রবিবার নাগপুরে পৌঁছে আমি স্মৃতি মন্দিরে যাব। তারপরে দীক্ষাভূমিতে। তার পরে নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করব।’’

সঙ্ঘ প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপন করে শুরু নাগপুর সফর, দেখুন ভিডিয়ো