![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/01/Brahmos-Missiles-380x214.jpg)
নতুন দিল্লি, ২০ জানুয়ারি: ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের (BrahMos Supersonic Cruise Missile) একটি নতুন সংস্করণের সফল পরীক্ষা চালাল ভারত। ডিআরডিও জানিয়েছে, ওড়িশার বালাসোর উপকূল থেকে নতুন প্রযুক্তিগত উন্নয়নে সজ্জিত মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
রাশিয়ার (Russia) সঙ্গে যৌথভাবে ব্রহ্মস মিসাইল (BrahMos Cruise Missile System) তৈরি করেছে ভারত। ১৯৯৮ সালে রাশিয়ার এনপিও মাশিনোস্ট্রোয়েনিয়া (NPO Mashinostroyeniya) এবং ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও (Defence Research and Development Organisation)-র মধ্যে একটি যৌথ উদ্যোগে নির্মিত হয় ব্রহ্মস মিসাইল। ব্রহ্মস (BrahMos Missile) হল বিশ্বের সেরা সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কভা নদীর নামে নামকরণ করা হয়েছে। এই মিসাইলটি ভূমি, জাহাজ, সাবমেরিন এবং বিমান থেকে উৎক্ষেপণ করা যেতে পারে।
Today India successfully testfired a new version of the BrahMos supersonic cruise missile off the coast of Odisha in Balasore. The missile was equipped with new technological developments which were successfully proven: Defence sources pic.twitter.com/l9hcQn7BKw
— ANI (@ANI) January 20, 2022
সবকিছু ঠিকঠাক থাকলে ফিলিপিন্সই হতে চলেছে ব্রহ্মস ক্রুজ মিসাইল সিস্টেমের প্রথম বিদেশি ক্রেতা। শোর-বেসড অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম (Shore-Based Anti-Ship Missile System) সরবরাহ করার জন্য ফিলিপিন্সকে (Philippines) প্রস্তাব পাঠিয়েছিল ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড (BrahMos Aerospace Pvt Ltd)। সেই প্রস্তাব গ্রহণ করেছে ফিলিপিন্স। মোট ডিলের মূল্য স্থির হয়েছে ৩৭৪,৯ মিলিয়ন মার্কিন ডলার। ফিলিপিন্স ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্স ইতিমধ্যেই প্রস্তাব গ্রহণের নোটিশ ব্রহ্মস আধিকারিকদের কাছে পাঠিয়ে দিয়েছে। এখন দুই দেশের মধ্যে চুক্তি হওয়া সময়ের অপেক্ষা।