নয়াদিল্লি: ২০০৮ সালে দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় গুলি করে খুন করা হয় (Murder) মহিলা সাংবাদিক সৌম্য বিশ্বনাথনকে (Delhi journalist Saumya Vishwanathan)। বুধবার সেই মামলায় চার অভিযুক্তকে দোষীসাব্যস্ত (convicts) করল দিল্লির সাকেত আদালত (Delhi's Saket Court)। আরও পড়ুন: Gaza Hospital Attack: যুদ্ধের প্রাণ বলি নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী, গাজার হাসপাতাল হামলায় শোকবার্তা প্রধানমন্ত্রীর
Accused Ajay Sethi and four others brought to Delhi's Saket court for verdict in Delhi journalist Saumya Vishwanathan murder case
— ANI (@ANI) October 18, 2023
পঞ্চম অভিযুক্তকে এই মামলার অন্যান্য অপরাধে (offenses) দোষীসাব্যস্ত করা হয়েছে। পাঁচ অভিযুক্তকে MCOCA আইনেও দোষীসাব্যস্ত করা হয়েছে। এই মামলায় হাজিরা করার জন্য অজয় শেঠি সহ বাকি চারজন অভিযুক্তকে আজ দিল্লির সাকেত আদালতে হাজির করা হয়েছিল। আরও পড়ুন: 7th Pay Commission DA Hike Update: নবরাত্রির মধ্যে সুখবর, কর্মীদের ৪ শতাংশ ডিএ ও ৬টি কৃষি পণ্যের দাম বাডা়চ্ছে কেন্দ্র
Delhi's Saket Court convicts four accused in Delhi journalist Saumya Vishwanathan murder case. The fifth accused has been convicted for other offences in the case. All five accused have also been convicted under MCOCA.
— ANI (@ANI) October 18, 2023