নয়াদিল্লি: বিহারের নতুন গভর্নর আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। আরিফ মহম্মদ খানকে বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। সোমবার তিনি পাটনায় পৌঁছেছেন। আজ অর্থাৎ ২ জানুয়ারি পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। এর আগে মহম্মদ আরিফ মহম্মদ খান কেরালার রাজ্যপাল ছিলেন। ২০২৪ সালে ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার বিহার সহ অনেক রাজ্যের গভর্নর বদল করে। কেরালার রাজ্যপালের দায়িত্ব পালনকারী আরিফ মহম্মদ খানকে বিহারের নতুন রাজ্যপাল এবং বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার কেরালার রাজ্যপাল নিযুক্ত করে।
আরিফ মহম্মদ খান কে?
উত্তরপ্রদেশের বুলন্দশহরের বারওয়ালা গ্রামে জন্মগ্রহণকারী আরিফ মহম্মদ খান ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে প্রবেশ করেন। তিনি তাঁর রাজনৈতিক ইনিংস শুরু করেন যখন তিনি বুলন্দশহর থেকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। তিনি প্রথমে এএমইউ-এর সাধারণ সম্পাদক হন এবং তারপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।১৯৭৭ সালে ২৬ বছর বয়সে তিনি কংগ্রেসের টিকিটে বুলন্দশহরের সিয়ানা আসন থেকে বিধায়ক নির্বাচিত হন। ১৯৮০ সালে কানপুর থেকে সাংসদ হন।