১০ দিনের আপ্রাণ চেষ্টার পর অবশেষে উদ্ধার হল রাজস্থানের বছর তিনেকের শিশুর দেহ। গত ২৩ ডিসেম্বর দুপুরে কোটপুতলিতে (Kotputli) খেলতে গিয়ে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় চেতনা। তারপরেই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। অবশেষে এদিন দুপুরে ব়্য়াট হোল খননকারী দল তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও উদ্ধারের পর কোনও সাড়া দিচ্ছিল না বলে একটা আশঙ্কা দেখা দিয়েছিল। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপরেই চেতনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসলে মৃত্যুর কারণ এবং সময় জানার জন্য পোস্টমর্টেম করা হবে।

গত ২৩ ডিসেম্বর রাজস্থানের কোটপুতলির কিরতপুরা গ্রামের বদিয়ালি কি ধানি নামক এলাকায় বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে একটি কুয়োয় পড়ে যায় ওই নাবালিকা। প্রথমে ১৫ ফুট গভীরে পড়েছিল। সেই সময় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করতে গেলে আরও গভীরে পড়ে যায়। তারপর সেখান থেকে উদ্ধার করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের সদস্যরা আসেন। ১০দিন ৫ বার ব্যর্থ হন তাঁরা। অবশেষে ষষ্ঠবারে উদ্ধার করা যায় শিশুটিকে। যদিও তারপরেও শেষরক্ষা হল না। যদিও গভীর কুয়োতে অক্সিজেনের যাতে অভাব না হয় সে বিষয়েও খেয়াল রাখা হয়ছিল। তবে শেষমেশ শিশুর মৃত্যু হওয়ায় শোকস্তব্ধ পরিবার।