Rape, Representational Image (Photo Credit: IANS)

মুম্বই, ২ জানুয়ারি: কিশেরীকে ধর্ষণ (Rape)। তাও আবার ৫ ঘণ্টার মধ্যে ৩বার। এমনই নির্মম ঘটনার সাক্ষী নভসারি (Navsari)। গুজরাটের (Gujarat) এই শহরের বাসিন্দা সাদিক খাতরি বছর ১৬-র এক কিশোরীকে ধর্ষণ করে। মাত্র ৫ ঘণ্টার মধ্য়ে সাদিক ওই কিশোরীর উপর ৩বার নির্মম অত্যাচার চালায়। ২০২১ সালের অক্টোবর মাসে সাদিক স্কুল পড়ুয়ার উপর অত্যাচার চালায়। যা খবরের শিরোনামে উঠে আসে ওই সময়। বছর ৩৫-এর সাদিক খাতরিকে পুলিশ (Police) গ্রেফতার করে। প্রায় ৩ বছর পর সাদিক খাতরি নামে ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

রিপোর্টে প্রকাশ, ভিওয়ান্ডি এক ব্যক্তির সঙ্গে আলাপের সূত্র ধরে ওই পড়ুয়া মুম্বই থেকে সুরাটে হাজির হয়। সাদিক ওই কিশোরীকে সাহায্যের আশ্বাস দেয়। সাদিক তাকে মুম্বইতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে জোর করে গোপণ জায়গায় নিয়ে যায় এবং অত্যাচার চালায়। ৫ ঘণ্টায় পরপর ৩বার নির্মমভাবে স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে সাদিক।

পুলিশ তদন্ত করতে নেমে জানতে পারে, সাদিক যৌনতাবর্ধক ওষুধ খেয়ে স্কুল পড়ুয়াকে ধর্ষণ করে। কার্যত পশুর মত আচরণ করে ওই কিশোরীর সঙ্গে। ফলে আদালতে হাজির হয়ে সাদিককে সামনে দেখে এবং তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একাধিকবার জ্ঞান হারায় ওই পড়ুয়া। ফলে ওই ছাত্রীর উপর যে অত্যাচার হয়েছে, অপরাধীকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়, সে বিষয়ে আদালতের তরফে স্পষ্ট জানানো হয়। ৩ বছর পর ধর্ষণের অভিযোগে সাদিক খাতরির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।