শীত যখন ডালপালা মেলে প্রকৃতিকে রুক্ষ করে তোলে, সেই সময় প্রত্যেকবার মানুষের যেমন ঘুরতে, বেড়াতে য়াওয়ার বহর বাড়ে, তেমনি পিকনিক অর্থাৎ বাড়ে চড়ুইভাতির হারও। আর এবার সেই পিকনিক করতে পাহাড় চূড়ায় চড়া হল? শুনতে অবাক লাগলেও উত্তরাখণ্ডে (Uttarakhand) তুঙ্গনাথ মহাদেব মন্দিরের () সামনে বসে চড়ুইভাতির আনন্দ উপভোগ করতে দেখা গেল বেশ কয়েকজনকে। পর্যটকরা পিকনিকের আমেজ ধরে রাখতে মন্দিরের সামনে বসে মদ্যপান শুরু করেন। প্লাস্টিকের গ্লাসে পানীয় ঢেলে তারা কার্যত প্রকাশ্যেই মদ্যপান শুরু করে। পবিত্র তুঙ্গনাথ মন্দিরের সামনে এহেন মদ্যপানের ঘটনার ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছি ছি পড়ে যায়। মন্দিরের সামেন বসে যারা মদ্যপান করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক বলে দাবি জানান অনেকে। তবে যে ব্যক্তি ভিডিয়ো করছিলেন, তাঁর দিকে তেড়ে আসে এক যুবক। ধাক্কা দিয়ে ওই ব্যক্তির ক্যামেরা ফেলে দেওয়ার যে চেষ্টা করা হয়, তাও রেকর্ড হয়ে যায়।
দেখুন তুঙ্গনাথ মন্দিরের সামনে বসে মদ্যপান...
उत्तराखंड : पंच केदारों में सबसे ऊंचाई पर तुंगनाथ महादेव का मंदिर है। शराबियों ने इस पवित्र स्थान को भी पिकनिक स्पॉट बना लिया है। खुलेआम शराब पी जा रही है। pic.twitter.com/Aok7Guo8mp
— Sachin Gupta (@SachinGuptaUP) January 2, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)