প্রতীকী ছবি (File Photo)

অশোকনগর (Ashoknagar) থেকে উদ্ধার ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট এবং আগ্নেয়াস্ত্র ও ছুরি সহ একাধিক সরঞ্জাম। জানা যাচ্ছে, তিন ব্যক্তির মধ্যে চলা বচসা থামাতে গিয়ে পুলিশ এই জিনিসগুলি বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে ৩ অভিযুুক্তকে। ঘটনাটি ঘটেছে অশোকনগরের দোগাছিয়া এলাকায়। ধৃতদের থেকে একটি পাইপগান, একটি ছুরি এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশসূত্রে খবর, বনগাঁর বাসিন্দা বিভূতি বিশ্বাস বুধবার দত্তপুুকুর স্টেশনে এসেছিলেন। সেই সময় তাঁকে পুলিশের পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাঁকে আটক করে অশোকনগরে নিয়ে আসে। সেখানে তাঁকে তল্লাশি চালিয়ে ওই সোনাগুলি ছিনতাইয়ের চেষ্টা করে শুভঙ্কর হালদার ও রাজেশ ঠাকুর।

পুলিশসূত্রে খবর, বাদুরিয়ার রাজেশ ও স্বরূপনগরের শুভঙ্কর দুজনেই আগে থেকে বিভূতির ওপর নজর রাখছিল। এবং এরা দুজনের পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে লুট করার চেষ্টা করছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা এই ঝামেলার খবর থানায় জানাতেই ঘটনাস্থলে পুলিশ চলে আসে। তখন তিনজনকে পালাতে গেলে তাঁদের হাতেনাতে ধরে ফেলে। তারপরেই উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। তবে এই সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর সঠিক রসিদ দেখাতে পারেনি ওই ব্যক্তি। পুলিশের অনুমান সোনাগুলি পাচার করা হচ্ছিল। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।