Credit: Pixabay

মুম্বই, ২৮ নভেম্বর: অক্সিজেনের (Oxygen) অভাবে মৃত্য়ু হল এক তরুণী গৃহবধূর। মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে (Palghar) বছর ২৬-এর এক গৃহবধূর প্রসব যন্ত্রণা শুরু হলে, তাঁকে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই ওই গৃহবধূর মৃত্যু হয়। জানা যায়, যে অ্যাম্বুলেন্সে করে ওই গৃহবধূকে হাসপাতালে  নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। প্রসব যন্ত্রণায় কাতর গৃহবধূকে পর্যাপ্ত অক্সিজেন ছাড়া হাসপাতালে নিয়ে যাওয়া জেরে তাঁর মৃত্যু হয় বলে খবর।

রিপোর্টে প্রকাশ, পিঙ্কি ডোনগারকর নামের ওই গৃহবধূর প্রসব যন্ত্রণা শুরু হলে, তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। পিঙ্কিকে কাসা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শহরের সেই হাসপাতালের দূরত্ব ১০৮ কিমি হওয়ায়, পিঙ্কিকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। সেখানেই পর্যাপ্ত অক্সিজেন না থাকায় মৃত্যু হয় পিঙ্কির। পিঙ্কির সঙ্গে তাঁর গর্ভজাত সন্তানেরও মৃত্যু হয় বলে জানা যায়।